হোম > রাজনীতি

সাধারণ মানুষকে নাজুক করার ও স্বজনতোষী বাজেট: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে লক্ষ্যপূরণ হবে না বলে মনে করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘এই বাজেট স্বজনতোষী বাজেট। এই বাজেট ধনীকে আরও ধনী এবং সাধারণ মানুষকে আরও বেশি নাজুক করার বাজেট।’ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘এমন সময় আমরা বাজেট দিচ্ছি, যখন মাত্র করোনার ধাক্কা কাটিয়ে ওঠা শুরু করেছি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো অর্থনীতি, পুরো বিশ্ব বিপর্যস্ত। আমরা আশা করেছিলাম, গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে এই বাজেটে কিছু পাব। যে বাজেট সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জীবনে যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। আনফরচুনেটলি আমরা সে রকম বাজেট পাইনি।’ 

বিএনপির এই নেত্রী বলেন, ‘আপনারা জানেন যে—আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে, রপ্তানি আয় সেই তুলনায় কম। মূল্যস্ফীতি আকাশচুম্বী, ডলারের দাম টাকার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। জব লেস গ্রোথ হচ্ছে, নানা সমস্যার মধ্যে দিয়ে এই বাজেট দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। কিন্তু না, আমরা দেখলাম সেই একই গতানুগতিক বাজেট। উচ্চাভিলাষী বাজেট।’ 

রুমিন ফারহানা আরও বলেন, ‘বাজেটে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। এই ঘাটতি আপনি কীভাবে পূর্ণ করবেন? এই ঘাটতি পূরণে কর বাড়াতে হবে, কিন্তু করের আওতা বাড়ছে না। অথচ দেখতে পাচ্ছি, কর জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বনিম্ন।’ 

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত