দীর্ঘ আড়াই মাস পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তালা খুলে নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বিকেল তিনটায় এই কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
এর আগে, বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতা–কর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।