হোম > রাজনীতি

রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। একইসঙ্গে দলটি জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে বলা হয়, ঢাকা, খুলনা ও চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে, সহিংসতা ও বিচারহীনতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠছে, তা আবারও স্পষ্ট হয়েছে।

এ ছাড়া, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আরও সামনে এসেছে। চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করেন। এ ঘটনা ধর্মীয় উগ্রতা ও উন্মাদনার বিপজ্জনক দৃষ্টান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এই তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সরকার ও প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের স্থান বন্ধ করতে হবে। ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। তাই জনগণকে সচেতন হয়ে রাস্তায় নেমে এই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী