ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে আক্তার হোসেনকে। মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আক্তার হোসেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের স্থলাভিষিক্ত হয়েছেন। ছাত্রদলের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাকিবুল ইসলাম রাকিব সদ্য ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিত্ব করায় তাঁকে সংশ্লিষ্ট ইউনিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর স্থলে ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আক্তার হোসেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।