হোম > রাজনীতি

মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের পাশের মসজিদে নামাজ শেষে জামায়াতে ইসলামের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা জামায়াত-শিবির কি না, নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপরে আক্রমণ করেন। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। 

জানা গেছে, হোসাফ টাওয়ারের সামনে থেকে জামায়াতে ইসলামের একটি মিছিল মৌচাক মোড়ের দিকে আসে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি মালিবাগ মোড়ে গেলে পুলিশের আরেকটি দল তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করার কথা রয়েছে বিএনপির। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। 

বিএনপির পাশাপাশি এদিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামী গণমিছিলের কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছিল।

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার