হোম > রাজনীতি

মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের পাশের মসজিদে নামাজ শেষে জামায়াতে ইসলামের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা জামায়াত-শিবির কি না, নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপরে আক্রমণ করেন। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। 

জানা গেছে, হোসাফ টাওয়ারের সামনে থেকে জামায়াতে ইসলামের একটি মিছিল মৌচাক মোড়ের দিকে আসে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি মালিবাগ মোড়ে গেলে পুলিশের আরেকটি দল তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করার কথা রয়েছে বিএনপির। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। 

বিএনপির পাশাপাশি এদিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামী গণমিছিলের কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছিল।

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

ধানের শীষের আমলে কেউ গুম হয়নি: তারেক রহমান

‘যেসব দল–ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে’

সরকারব্যবস্থা থেকেই গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে: তারেক রহমান

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

শেরেবাংলা-সোহরাওয়ার্দী-নজরুল-হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির প্রচার শুরু

আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু

সিলেটে বিএনপির সমাবেশ: মঞ্চে তারেক রহমান