হোম > রাজনীতি

ঢাকায় আ.লীগের বিজয় শোভাযাত্রা মঙ্গলবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটা থেকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এ শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

এদিকে বিজয় শোভাযাত্রায় রাজধানীতে ব্যাপক জমায়েতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখার পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যোগ দিতে বলেছে আওয়ামী লীগ। নেতারা জানিয়েছেন, বেলা আড়াইটার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেটের সামনে জড়ো হবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্ত সাপেক্ষে র‍্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (অপারেশন) মো. আবু ইউসুফ।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার সই করা করা এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইনশৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

আজ সোমবার আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা করার কথা ছিল। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার করা হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতায় সর্বাধিক সুরক্ষা দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের সময়: মাহদী আমিন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত: জামায়াত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ভয়ংকর: নোয়াবের সভায় বক্তারা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান

নির্বাচনের আগে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে: ইনকিলাব মঞ্চ

নিরাপত্তার ব্যবস্থা করুন, ওসমান হাদির অবস্থা যাতে আর কারও না হয়: আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের ওপর আঘাত, এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম