হোম > রাজনীতি

ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ–সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ মে) রাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে রিজভী বলেন, মঙ্গলবার বিকেল ৫টায় আছর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ–সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। ঢাকা-মেট্রো-চ, ৫২-১৪৫০ নম্বর গাড়িতে করে হিরুকে তুলে নিয়ে যাওয়ার পর এখনো কোনো খোঁজ না পাওয়া গভীর উদ্বেগজনক।

রিজভী বলেন, বর্তমান ডামি আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনীই গ্রেপ্তার করেছে। তাঁকে আটক ও সন্ধান না দেওয়ার ঘটনায় তাঁর পরিবার পরিজনসহ দলের নেতা–কর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসমক্ষে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। নইলে তাঁকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই দায় নিতে হবে।

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ

নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই মান্নার

‘জেবু’কে নিয়ে মানুষের কৌতূহল দেখে অবাক জাইমা, দীর্ঘ পোস্টে লিখলেন অনুভূতি

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন মওলানা ভাসানীর নাতি

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মনজিলা ঝুমার

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম