লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণার তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি বা ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
সদস্য বিলুপ্ত লালমনিরহাট জেলা ছাত্রলীগে সভাপতির দায়িত্বে ছিলেন জাবেদ হোসেন বক্কর ও সাধারণ সম্পাদক ছিলেন ইয়াকুব আলী।
এ বিষয়ে লালমনিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ মোহন আজকের পত্রিকাকে জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা তথ্য নিশ্চিত করেছেন।