হোম > রাজনীতি

সম্মেলনের ভালো প্রস্তুতির দাবি রওশনপন্থীদের

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মেলন আগামী ৯ মার্চ। সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও জোরদার তৎপরতা না থাকায় সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে শীর্ষস্থানীয় নেতারা বলছেন, ভালো প্রস্তুতি চলছে। আজ শনিবার বর্ধিত সভায় সব দ্বিধা-ধোঁয়াশা কেটে যাবে।

অবশ্য গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বলছে. তাদের (রওশন এরশাদ) সম্মেলন করার এখতিয়ার নেই। জি এম কাদেরের নেতৃত্বেই জাপা চলছে। অন্য কে সম্মেলন করল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে দলে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তাঁর ছেলে শাদ এরশাদ। নির্বাচনে জাপার ভরাডুবির পর গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।

জি এম কাদেরের জাপা থেকে অব্যাহতি দেওয়া নেতারা যোগ দিয়েছেন রওশনের সঙ্গে। রওশনের নেতৃত্বাধীন অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আছেন।

১৮ ফেব্রুয়ারি কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক ও সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ-আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেন রওশন এরশাদ। প্রস্তুতির বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ভালো প্রস্তুতি চলছে। যখন যা করার, তা-ই করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি (আজ) বর্ধিত সভায় সব ঠিক হয়ে যাবে।
আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। রওশনপন্থী নেতারা বলছেন, বর্ধিত সভায় সারা দেশ থেকে নেতা-কর্মীরা আসবেন। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, তাঁরা দু-তিনটি সভা করেছেন।

বর্ধিত সভায় কী কী বিষয়ে সিদ্ধান্ত হবে, তা এখনো এই অংশের অনেক নেতা নিশ্চিত নন। বর্ধিত সভায় কাউন্সিলর ঠিক করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতা শেখ রুনা বলেন, ‘মূল নেতারা সবকিছু জানেন। আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছেন না।’

৯ মার্চের সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ হাজার কাউন্সিলর থাকবেন বলে জানান রওশনপন্থী অংশের মুখপাত্র সুনীল শুভ রায়।

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ