হোম > রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করে ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগ জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি মনে করে এটা (ডিজিটাল নিরাপত্তা আইন) নাম পরিবর্তন করে নিবর্তনমূলক আইন প্রণয়নের নামান্তর। তারা (সরকার) এটার নাম পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’ 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সামনে নির্বাচন আছে, এ জন্য একটু তারা (সরকার) চেহারা পাল্টে ভদ্রলোক সাজছে, এই হিসেবে নিজেদের দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, প্রতারণা।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা। বিদেশিদের একটা প্রচণ্ড চাপ আছে, আন্তর্জাতিকভাবে চাপ আছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে… তাদেরকে বোঝানোর চেষ্টা করা আরকি। এটা হচ্ছে, খুব ঝড়ের মধ্যে একটা উট পাখি মাথা গুঁজে থাকে...। ওরা ভাবছে এভাবে মানুষকে বোকা বানিয়ে খুব বুদ্ধিমানের কাজ করছে। তারা মানুষকে বোকা ভাবে। এটা কিন্তু ঠিক না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আবারও বলছি, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণ বাতিল চাই। এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন, মানুষের অধিকারের বিরুদ্ধে আইন, মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে আইন… এটা রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুরো বিষয়টা আমরা এখনো পাইনি। আমরা দেখতে চাই যে, কী এসেছে। তা দেখে গণমাধ্যমের সামনে পরবর্তীতে কথা বলব।’ 
 
গতকাল সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কথা খুব স্পষ্ট, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল চেয়েছি। এটা নিয়ে কথা বলেছি, বাতিলের দাবি জানিয়েছি, সেমিনার করেছি। স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এই আইনটা সবচেয়ে নিকৃষ্ট কালো আইন। এই আইন কোনোমতেই থাকা উচিত না। আমরা এই আইনের বাতিল চাই।’

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা