হোম > রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিক যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ খবর দেন। এসময় খালেদা জিয়া করোনা নেগেটিভ হওয়ার খবরও দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ' আজই চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছেন, তাঁর (খালেদা জিয়া) সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে। তবে তাঁর মূল সমস্যাগুলো এখনও আছে। এখন যে ধরনের চিকিৎসা চলছে, তা সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ছাড়া সম্ভব নয়।'

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার আগের সমস্যাগুলো বেড়েছে। মেডিকেল বোর্ড সার্বক্ষনিকভাবে তার খোঁজ খবর রাখছেন ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশবাসির কাছে দোয়া চাই।

এদিকে সংবাদ সম্মেলন করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা দেওয়ার খবরও দিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অসুস্থ বোধ করায় শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। আশা করছি কিছু হবে না।

২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩ মে তাকে সিসিইউ তে স্থানান্তর করা হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিদেশে চিকিৎসা করানোর সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। সে সুপারিশ বাস্তবায়নে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করে খালেদার পরিবার। ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর জানান মির্জা ফখরুল।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ