হোম > রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিক যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ খবর দেন। এসময় খালেদা জিয়া করোনা নেগেটিভ হওয়ার খবরও দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ' আজই চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছেন, তাঁর (খালেদা জিয়া) সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে। তবে তাঁর মূল সমস্যাগুলো এখনও আছে। এখন যে ধরনের চিকিৎসা চলছে, তা সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ছাড়া সম্ভব নয়।'

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার আগের সমস্যাগুলো বেড়েছে। মেডিকেল বোর্ড সার্বক্ষনিকভাবে তার খোঁজ খবর রাখছেন ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশবাসির কাছে দোয়া চাই।

এদিকে সংবাদ সম্মেলন করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা দেওয়ার খবরও দিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অসুস্থ বোধ করায় শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। আশা করছি কিছু হবে না।

২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩ মে তাকে সিসিইউ তে স্থানান্তর করা হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিদেশে চিকিৎসা করানোর সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। সে সুপারিশ বাস্তবায়নে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করে খালেদার পরিবার। ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর জানান মির্জা ফখরুল।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ