হোম > রাজনীতি

মানুষ সংগ্রামে নেমেছে, বললেন মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পদ্মা সেতু উদ্বোধনের আগে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়’ ক্ষমতাসীনদের এমন অভিযোগের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি রাজপথের সংগ্রাম থেকে জনগণের দৃষ্টিকে অন্য দিকে ফেরাতে সরকার এমন অভিযোগ করছে। 

আজ সোমবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

এ সময় সরকারের অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আসলে তারা (সরকার) এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূল বিষয়টা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে। ইতিমধ্যে রাজপথে রক্ত ঝরেছে। এর মধ্য দিয়েই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে।’

‘দেশে আজ গণতন্ত্র সম্পূর্ণরূপে অরক্ষিত’—এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের নিপীড়ন-নির্যাতন, গুম-খুনের মধ্য দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, দমন করার চেষ্টা চলছে। কিন্তু আমরা এখানে শপথ নিয়েছি যে, কোন ভয়ভীতি আমাদের দমন করতে পারবে না। আমরা সবকিছুকে মোকাবিলা করে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

রাজনীতি সম্পর্কিত আরও পড়ুন:

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান