হোম > রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতা-কর্মীরা

জসিম উদ্দিন, তারাগঞ্জের চিকলী বাজার থেকে

সকাল ১০টা পর্যন্ত তীব্র রোদ ছিল উত্তরাঞ্চলে। কিন্তু এরপর আকাশে মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা ছিল না। বেলা দেড়টার পর নীলফামারী ও রংপুরের তারাগঞ্জের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বেলা ২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। 

তবে ঝোড়ো বৃষ্টির রুখতে পারেনি সৈয়দপুর, খানসামা ও চিরিরবন্দর থেকে আসা আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। খোলা ট্রাক, পিকআপে নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে যাচ্ছেন। 

সরেজমিন দেখা গেছে, হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে ওই সব যানবাহনে নেতা-কর্মী ও সমর্থকেরা ভিজে একাকার হয়ে যান। মাথার ক্যাপ, ফেস্টুন উড়ে গিয়ে আচড়ে পড়েছে মহাসড়কে। নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই যানবাহনের ওপরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তীব্র গরমের পর বৃষ্টি যেন তাঁদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকে ত্রিপল, পলিথিন ও চটের বস্তা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। এ ছাড়া মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ সময় দেড় শতাধিক গাড়িবহরে সামনে খোলা পিকআপে চেপে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে গেলেও তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি নিজেই হতবাক হয়েছি। তাদের “চলো চলো রংপুর চলো” স্লোগান দিয়ে সমাবেশে যোগদানের বিষয়টি দৃঢ় মনোভাব প্রকাশ করছে।’ 

দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রংপুরে পৌঁছেছেন। তিনি আজ এ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা