হোম > রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতা-কর্মীরা

জসিম উদ্দিন, তারাগঞ্জের চিকলী বাজার থেকে

সকাল ১০টা পর্যন্ত তীব্র রোদ ছিল উত্তরাঞ্চলে। কিন্তু এরপর আকাশে মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা ছিল না। বেলা দেড়টার পর নীলফামারী ও রংপুরের তারাগঞ্জের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বেলা ২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। 

তবে ঝোড়ো বৃষ্টির রুখতে পারেনি সৈয়দপুর, খানসামা ও চিরিরবন্দর থেকে আসা আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। খোলা ট্রাক, পিকআপে নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে যাচ্ছেন। 

সরেজমিন দেখা গেছে, হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে ওই সব যানবাহনে নেতা-কর্মী ও সমর্থকেরা ভিজে একাকার হয়ে যান। মাথার ক্যাপ, ফেস্টুন উড়ে গিয়ে আচড়ে পড়েছে মহাসড়কে। নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই যানবাহনের ওপরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তীব্র গরমের পর বৃষ্টি যেন তাঁদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকে ত্রিপল, পলিথিন ও চটের বস্তা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। এ ছাড়া মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ সময় দেড় শতাধিক গাড়িবহরে সামনে খোলা পিকআপে চেপে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে গেলেও তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি নিজেই হতবাক হয়েছি। তাদের “চলো চলো রংপুর চলো” স্লোগান দিয়ে সমাবেশে যোগদানের বিষয়টি দৃঢ় মনোভাব প্রকাশ করছে।’ 

দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রংপুরে পৌঁছেছেন। তিনি আজ এ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান