হোম > রাজনীতি

পুরুষেরা কীভাবে উই-এর সদস্য হয়, প্রশ্ন সংস্কৃতি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এ পুরুষেরা কীভাবে সদস্য হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘উই তো নারীদের গ্রুপ। এখানে শতভাগ নারীদের অংশগ্রহণ থাকার কথা। এই গ্রুপে পুরুষেরা কেন?’

আজ শনিবার অনলাইন মাধ্যমে এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাসের ১১তম সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উই-এর উদ্যোগে এই মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশ নেন। এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারি চাকরিতে পুনরায় ১০ শতাংশ নারী কোটা চালুর দাবি তুলতে সবাইকে অনুরোধ করেন।

কে এম খালিদ বলেন, ‘আমাদের সরকার নারী বান্ধব। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং স্পিকার নারী। তারপরও নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। আমি খুব অবাক হয়েছি, যখন দেখলাম নারী কোটা বাতিলের দাবিতে মেয়েরাই আন্দোলনে নামলো। পুরুষ শাসিত সমাজ থেকে কেন নারী কোটা বাতিল হলো আমার বুঝে আসে না, তাদের কোটা চালু রাখা যেতে পারে। এখানে আপনারা যেহেতু প্রায় শতভাগ নারী তাই নারী কোটা পুনরায় ১০ শতাংশ চালুর জন্য দাবি তুলতে পারেন।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘২০১৭ সাল থেকে নারী উদ্যোক্তাদের সহযোগিতায় কাজ শুরু করে উই। এখন তাদের সদস্য সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। তারা দেশীয় পণ্য উৎপন্ন করে নিজেদের মাধ্যমে বাজারজাত করছেন। এর ফলে বিদেশে তাদের পণ্য রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আসছে, কেন্দ্রীয় ব্যাংকের যে সর্বোচ্চ রিজার্ভ সেখানেও তাদের অবদান রয়েছে।’

এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সম্পর্কে আয়োজকরা জানান, এ ক্লাস থেকে নারীরা কীভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করবেন সে বিষয়ে সম্মুখ ধারণা নিতে পারছেন। এতে তাদের পণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা নিতে পারছেন। এ মাস্টারক্লাস থেকে একজন নারী উদ্যোক্তা জানতে পারছেন-পণ্য কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, কীভাবে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে, কাস্টমারের কাছে কীভাবে নিজের উদ্যোগকে পৌঁছে দিতে হবে।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ