গণভোটে ‘হ্যাঁ’ প্রচারের জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের নাম ঘোষণা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে শাপলা কলির পাশাপাশি ‘‘১০ দলীয় ঐক্যের’’ প্রার্থীদের পক্ষে প্রচার করা হবে। একই সঙ্গে আমরা গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দেওয়া কেন প্রয়োজন, সে সম্পর্কে মানুষের সঙ্গে কথা বলব।’
এ সময় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে দেশের ২৩৮টি সংসদীয় আসনে এনসিপির প্রার্থীর নাম ঘোষণা করেন আসিফ। তিনি জানান, এই প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণভোটের বিষয়ে বলবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।
গণভোটে ’হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইতে এনসিপির প্রার্থী তালিকা:
রংপুর বিভাগ: শিশির আসাদ (পঞ্চগড়-২), রবিউল আউয়াল (ঠাকুরগাও-১), রবিউল ইসলাম (ঠাকুরগাও-২), গোলাম মর্তূজা সেলিম (ঠাকুরগাও-৩), জেমিয়ন রয় (দিনাজপুর-১), ইসমাইল হোসেন (দিনাজপুর-২), আ হ ম শামসুল মুক্তাদির (দিনাজপুর-৩), মো. সাজ্জাদ সোহেল (দিনাজপুর-৪), গোলাম মোস্তফা (দিনাজপুর-৬), মো. রাশেদ ইসলাম (নীলফামারী-১), ডা. কামরুল ইসলাম দর্পন (নীলফামারী-২), আহসান হাবিব রক্সি (নীলফামারী-৩), আব্দুল কাইয়ূম (নীলফামারী-৪), মোঃ গোলাম ফারুক সুমন (লালমনিরহাট-১), রাসেল আহমেদ (লালমনিরহাট-২), আখলাক আলী রকি (লালমনিরহাট-৩), আল মামুন (রংপুর-১), মো. মাহফুজার রহমান (রংপুর-২), শেখ রেজোয়ান (রংপুর-৫), মো. এ এস মজনু (রংপুর-৬), কৈলাস চন্দ্র রবিদাস (কুড়িগ্রাম-১), ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী) (কুড়িগ্রাম-৩), মেহেদী হাসান খান (কুড়িগ্রাম-৪), লুতফুর রহমান বকসি (গাইবান্ধা-১), ফিহাদুর রহমান দিবস (গাইবান্ধা-২), মো. নাজমুল হাসান সোহাগ (গাইবান্ধা-৩), জাহাঙ্গীর আলম ডাবলু (গাইবান্ধা-৪), মো. জাহিদ হাসান জীবন (গাইবান্ধা-৫)।
রাজশাহী বিভাগ: গোলাম কিবরিয়া (জয়পুরহাট-১), ইঞ্জি গোলাম কবির (জয়পুরহাট-২), মহিবউল নবি মিশু (বগুড়া-১), জাহাঙ্গীর আলম (বগুড়া-২), ইজাজ আল ওয়াসী জিম (বগুড়া-৩), মো. স্বপন মল্লিক (বগুড়া-৪), ইঞ্জি রাশেদ সাদাত (বগুড়া-৫), সাকিব মল্লিক পৃথিবী (বগুড়া-৬), রাফিয়া সুলতানা (বগুড়া-৭), মো. রাশেদুজ্জামান রাসেল (চাপাইনবাবগঞ্জ-১), মুহা. নাজমুল হুদা খান রুবেল (চাপাইনবাবগঞ্জ-২), নজরুল ইসলাম (চাপাইনবাবগঞ্জ-৩), নিশাত আহমেদ (নওঁগা-১), মাহফুজার রহমান চৌধুরী রুবেল (নওঁগা-২), পরিমল চন্দ্র ওরাওঁ (নওঁগা-৩), আব্দুল হামিদ (নওঁগা-৪), বিপুল হাসান শিবলু (নওঁগা-৫), মো. ইউসুফ আলী (রাজশাহী-১), মো. রাশেদুল ইসলাম (রাজশাহী-২), মো. ফিরোজ আলম (রাজশাহী-৩), মো. মীর ফারুক (রাজশাহী-৪), মো. আতাউর রহমান (রাজশাহী-৫), ইমরান ইমন (রাজশাহী-৬), প্রভাষক. মো আরিফুল ইসলাম তপু (নাটোর-১), শাহ মোঃ আল আমিন হোসেন আলী (নাটোর-২), জি. এম. আক্কাস আলী (তাহাস) [নাটোর-৪ ], এস কে শামিম (সিরাজগঞ্জ-৩), মোশাররফ আদনান (সিরাজগঞ্জ-৪), মাহিন সরকার (সিরাজগঞ্জ-৫)।
খুলনা বিভাগ: সোহেল রানা (মেহেরপুর-১), এড শাকিল আহমেদ (মেহেরপুর-২), আব্দুল হালিম (কুষ্টিয়া-১), শাম্মী আকতার (কুষ্টিয়া-২), ইমাম জাফর নুমানী (কুষ্টিয়া-৩), প্রফেসর হেলাল উদ্দিন (কুষ্টিয়া-৪), মোল্লা ফারুক এহসান (চুয়াডাঙ্গা-১), সোহেল পারভেজ (চুয়াডাঙ্গা-২), এড লাবাবুল বাশার (ঝিনাইদহ-১), তারেক রেজা (ঝিনাইদহ-২), হৃদয় আহমেদ (ঝিনাইদহ-৩), জিএম সাকিব (ঝিনাইদহ-৪), মো. হাসিনুর রহমান (শ্রমিক) [যশোর-২ ], খালিদ সাইফুল্লাহ জুয়েল (যশোর-৩), ড. মো. শাহিদুল ইসলাম জাবীর (যশোর-৪), রাসেল মজুমদার (মাগুরা-১), সুলতান মাহমুদ (মাগুরা-২), মাহমুদা সুলতানা রিমি (নড়াইল-২), লাবিব আহমেদ (বাগেরহাট-১), মোরশেদ সোহেল (বাগেরহাট-২), মোল্লা রহমতউল্লাহ (বাগেরহাট-৩), ফারিনা বিনতে জিগার ফারিনা (বাগেরহাট-৪), মো. ওয়াহিদুজ্জামান (খুলনা-১), শামসুল আরেফিন চৌধুরী লিয়ন (খুলনা-২), কাজী রিয়াদ হাসান সুমন (খুলনা-৩), হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহ (খুলনা-৪), তৌকির আহমেদ সাগর (খুলনা-৫), সাজিদুল ইসলাম বাপ্পী (খুলনা-৬), ডা. মনিরুজ্জামান (সাতক্ষীরা-৩), মেসবাহ কামাল মুন্না (সাতক্ষীরা-৪)।
বরিশাল বিভাগ: মীর নিলয় (বরগুনা-১), কাইয়ুম খান (বরগুনা-২), ইঞ্জি এম এ মান্নান (পটুয়াখালী-১), জাকির হোসাইন (পটুয়াখালী-২), আল-আমিন (পটুয়াখালী-৩), ইঞ্জি সাইফুল্লাহ মামুন (পটুয়াখালী-৪), এড মোঃ জিয়াউর রহমান (ভোলা-১), মেহেদী হাসান শরীফ (ভোলা-২), মোঃ আবুল হাছনাদ হাছনাইন (ভোলা-৩), মোঃ শাহাদাত খন্দকার মঞ্জু (ভোলা-৪), ফেরসমিন ফ্লোরা হক (বরিশাল-২), তানজিল আলম (বরিশাল-৩), আবু সাইদ মুসা (বরিশাল-৪), আসাদ বিন রনি (বরিশাল-৫), সাইফুল ইসলাম মুন্সী (বরিশাল-৬), মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১), মান্নান ইসলাম (ঝালকাঠি-২), আল আমিন খান (পিরোজপুর-১), খান মোহাম্মদ বাকী বিল্লাহ (পিরোজপুর-২)।
ঢাকা বিভাগ: সাইদুল ইসলাম (টাঙ্গাইল-১), এড আনিকা নার্গিস (টাঙ্গাইল-২), মেহেদী হাসান বিন সিদ্দিক (টাঙ্গাইল-৪), ওয়াহেদুজ্জামান সুমন (টাঙ্গাইল-৬), খন্দকার মাসুম পারভেজ (টাঙ্গাইল-৭), মোঃ খোরশেদ আলম (টাঙ্গাইল-৮), আহনাফ সাঈদ খান (কিশোরগঞ্জ-১), আবু সাইদ উজ্জ্বল (কিশোরগঞ্জ-২), শেখ খায়রুল কবির (কিশোরগঞ্জ-৩), এনামুল হক মুরাদ (কিশোরগঞ্জ-৪), উবায়দুল হাসান চৌধুরী নাজুল (কিশোরগঞ্জ-৫), শরিফুল হক জয় (কিশোরগঞ্জ-৬), মোঃ আবু আব্দুল্লাহ (মানিকগঞ্জ-১), মোঃ আরিফুল ইসলাম (মানিকগঞ্জ-২), জাহিদ তালুকদার (মানিকগঞ্জ-৩), আলী নেওয়াজ (মুন্সীগঞ্জ-১), আব্দুল আলীম (মুন্সীগঞ্জ-৩), ইমরান হোসেন (ঢাকা-২), শেখ ফয়সাল (ঢাকা-৩), এস এম শাহরিয়ার (ঢাকা-৫), এম ডি রিফাত খান (ঢাকা-৬), তারেক আদেল (ঢাকা-৭), মঈন উদ্দীন মুন্সী–কোয়েল (ঢাকা-১০), শামসুন্নাহার মুন্নী (ঢাকা-১৩), জায়েদ বিন নাসের (ঢাকা-১৪), সর্দার আমিরুল ইসলাম সাগর (ঢাকা-১৫), ইমরান আল নাইম (ঢাকা-১৬), মোস্তাক আহমেদ শিশির (ঢাকা-১৭), আরমান হোসাইন (গাজীপুর-১), আব্দুল্লাহ আল মুহিম (গাজীপুর-৪), এম এম শোয়াইব (গাজীপুর-৫), আব্দুল্লাহ আল ফয়সাল (নরসিংদী-১), আব্দুল্লাহ হিল মামুন নিলয় (নরসিংদী-৩), ডা. মোঃ মামুনুর রহমান জাহাঙ্গীর (নরসিংদী-৪), মোঃ জুয়েল রানা (নরসিংদী-৫), ইয়াসির আরাফাত (নারায়ণগঞ্জ-১), তুহিন মাহমুদ (নারায়ণগঞ্জ-৩), নীরব রায়হান (নারায়ণগঞ্জ-৫), আসাদুর রহমান (রাজবাড়ী-১), মোঃ বায়েজীদ হোসেন–শাহেদ (ফরিদপুর-১), মোঃ নাজমুল হুদা (ফরিদপুর-২), সাইফ খাঁন (ফরিদপুর-৩), জিল্লুর রহমান (ফরিদপুর-৪), প্রলয় কুমার পাল (গোপালগঞ্জ-১), আরিফুল দাঁড়িয়া (গোপালগঞ্জ-৩), ইমরান আল নাজির (শরিয়তপুর-১), রহমতউল্লা রবিন নিহাল (শরিয়তপুর-২), ঋয়াজ মোর্শেদ (শরিয়তপুর-৩)
ময়মনসিংহ বিভাগ: মশিউর আমিন শুভ (জামালপুর-১), মোঃহিফজুর রহমান বকুল (জামালপুর-২), লুতফর রহমান (জামালপুর-৩), ডাঃ মোঃ মোশাররফ হোসেন (জামালপুর-৪), সামিনা নাসরিন স্বপ্নীল (জামালপুর-৫), মাহামুদুল হাসান রাকিব (শেরপুর-১), তৌহিদুল ইসলাম (সাইফুল ইসলাম) [শেরপুর-২ ], আর কে রেজা (শেরপুর-৩), মোঃ আবু রেহান (ময়মনসিংহ-১), শহীদুল ইসলাম (ময়মনসিংহ-২), কবি সেলিম বালা (ময়মনসিংহ-৩), তানহা শান্তা (শ্রমিক) [ময়মনসিংহ-৪], মিয়াজ মেহরার তালুকদার (ময়মনসিংহ-৫), এড মাহবুব ইসলাম (ময়মনসিংহ-৭), মোঃ মোজাম্মেল হক (ময়মনসিংহ-৮), আশিকিন আলম (ময়মনসিংহ-৯), মাজহারুল ইসলাম ফকির (ময়মনসিংহ-১০), আহমদ শফী (নেত্রকোনা-১), ইঞ্জি ইফতেখার শামীম (নেত্রকোনা-৩), ইঞ্জিঃ জুবিন মাসুম (নেত্রকোনা-৪), আমিনা সরকার পাপিয়া (নেত্রকোনা-৫)।
সিলেট বিভাগ: ইমনদ্দোজা আহমদ (সুনামগঞ্জ-১), আতাহার আলী রাহাত (সুনামগঞ্জ-২), ইসহাক আমিনী (সুনামগঞ্জ-৩), সুমন রাজা চৌধুরি (সুনামগঞ্জ-৪), আতাউর রহমান (সুনামগঞ্জ-৫), প্রকৌশলী কামরুল আরিফ (সিলেট-১), মনিরুল সাকিব (সিলেট-২), নুরুল হুদা জুনেদ (সিলেট-৩), রাসেল উল আলম (সিলেট-৪), বুরহান উদ্দীন ইউসুফ (সিলেট-৫), শাহরিয়ার ইমন সানি (সিলেট-৬), এ এস এম নুরুল হুদা (মৌলভীবাজার-১), ফারুক উদ্দীন আহমদ (মৌলভীবাজার-২), খালেদ হাসান (মৌলভীবাজার-৩), এড. ফখরুদ্দিন আহমেদ জাকি (হবিগঞ্জ-১), আবু হেনা মোস্তফা কামাল (হবিগঞ্জ-২), আব্দুল বাসিত তরফদার (হবিগঞ্জ-৩), নাহিদ উদ্দিন তারেক (হবিগঞ্জ-৪)।
চট্টগ্রাম বিভাগ: আব্দুল্লাহ আল মাহমুদ জিহান (ব্রাহ্মণবাড়িয়া-১), মোঃ ওসমান গনি (ব্রাহ্মণবাড়িয়া-৪), সাইফুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৫), মাইনউদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-৬), খন্দকার ওমর ফারুক (কুমিল্লা-১), সাইদ আহমেদ সরকার (কুমিল্লা-২), ড. ফোরকান উদ্দিন আহাম্মদ (কুমিল্লা-৩), আলাউদ্দিন মোহাম্মদ (কুমিল্লা-৫), নাভিদ নওরোজ শাহ (কুমিল্লা-৬), আবুল কাশেম অভি (কুমিল্লা-৭), মোঃ ছানা উল্লাহ (কুমিল্লা-৮), ব্যারিস্টার মোহাম্মদ মাজহারুল ইসলাম (কুমিল্লা-৯), জয়নাল আবেদীন শিশির (কুমিল্লা-১০), মোঃ আবু সুফিয়ান (কুমিল্লা-১১), ডা. আরিফুল ইসলাম (চাঁদপুর-১), ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২), মোঃ মাহবুব আলম (চাঁদপুর-৩), শরীফুল ইসলাম–দেওয়ান শরীফ (চাঁদপুর-৪), মাহমুদুল হাসান ববি (চাঁদপুর-৫), এহসানুল মাহবুব জোবায়ের (ফেনী-১), আব্দুল্লাহ আল মনসুর (ফেনী-২), আব্দুল্লাহ আল যোবায়ের (ফেনী-৩), ব্যারিস্টার ওমর ফারুক (নোয়াখালী-১), এড. রফিকুল ইসলাম প্রিন্স (নোয়াখালী-৩), এডভোকেট মোহাম্মদ ফারুক (নোয়াখালী-৪), নফিউল ইসলাম (নোয়াখালী-৫), হানিফ মোহাম্মদ (লক্ষ্মীপুর-২), তৌফিকুজ্জামান পীরাচা (লক্ষ্মীপুর-৪), রেদওয়ান বারী চৌধুরী (চট্টগ্রাম-১), মুহাম্মদ একরামুল হক (চট্টগ্রাম-২), এহসান মাহবুব জুবায়ের (চট্টগ্রাম-৩), জসিম উদ্দিন উপেল (চট্টগ্রাম-৫), জাহেদুল করিম বাপ্পী (চট্টগ্রাম-৬), এনায়েত চৌধুরী (চট্টগ্রাম-৭), মোঃ রিয়াজুল আনোয়ার সিন্টু (চট্টগ্রাম-৯), সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০), আজাদ দোভাষ (চট্টগ্রাম-১১), জুবায়রুল আলম মানিক (চট্টগ্রাম-১৩), হাসান আলী (চট্টগ্রাম-১৪), মাবুদ সৈয়দ (চট্টগ্রাম-১৫), ইমন সৈয়দ (চট্টগ্রাম-১৬), খায়রুল ইসলাম (কক্সবাজার-১), ইফতেখারুল ইসলাম (কক্সবাজার-৩), মোহাম্মদ হোসাইন (কক্সবাজার-৪), এড. মঞ্জিলা ঝুমা (খাগড়াছড়ি), প্রিয় চাকমা (রাঙ্গামাটি)।