বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশের প্রয়োজনে যুবকদের প্রস্তুত থাকা দরকার বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। যে কারণে বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, ‘আজকে একটি জিনিসে আমরা শঙ্কিত। ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিসমূহের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মিয়ানমারের যুদ্ধের পর এখন অভ্যন্তরীণ সংগ্রাম চলছে, যেখানে বাইরের শক্তিগুলো ইনভলভ্ড। ধীরে ধীরে বাংলাদেশকেও একসময় হয়তো আন্তর্জাতিক চাপে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। তাই আমাদের যুবকদের প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্র-যুবকদের দক্ষিণ কোরিয়া, ইসরাইল ও অন্যান্য দেশের মতো সামরিক প্রশিক্ষণ একটি সিটিজেন আর্মিতে পরিণত করতে হবে। ভবিষ্যতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কখনো বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে, সারা দেশের সাধারণ মানুষ যাতে প্রতিরোধ করতে পারে, সশস্ত্র বাহিনীর পাশাপাশি ছাত্র-যুবকেরাও যাতে সংগ্রামে যুক্ত হতে পারে, সে জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে, যদি আমরা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের আবার নতুন করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশি শক্তির হাত থেকে দেশবাসীকে মুক্ত রাখার জন্য, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা অর্জনের জন্য আমাদের হয়তো ভূমিকা রাখতে হবে।’