হোম > রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি: জেএসডি

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।’

আজ শনিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে জেএসডি আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের আগে এসব কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

জেএসডির এই নেতা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করে দিতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে।’

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সব ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।’

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ সিরাজ, কে এম জাবির, সৈয়দ ফাতেমা হেনা, মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ