হোম > রাজনীতি

খালেদা জিয়ার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা আজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসপাতালে ভর্তির পরপরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদ হোসেন জানান, গতকাল রাতেই খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে আনার পরে তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে সভা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।’ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, জাফর ইকবাল, শামস মনোয়ার, এফ এম সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এর আগে সর্বশেষ গত ৩০ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। তিন দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা