হোম > রাজনীতি

সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিন, তারিখ ঠিক করে সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে।’ আজ শুক্রবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি। 

নুর বলেন, ‘কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন না। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’ 

হেফাজতের মতো বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তনে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এটা বিএনপির জন্য ভালো হবে না। বেহেশতের কথা বলে সরকার দেশকে দোজখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।’ 

দেশের অর্থনীতির অবস্থা ভালো না উল্লেখ করে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনা যা বলে সব সময় তার উল্টোটা হয়। তিনি বললেন ব্যাংক নিরাপদ, সেখানে টাকা রাখুন আর মানুষ ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে। জনগণ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থা চায়।’ 

এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের কষ্ট তত বাড়বে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘তাই এ সরকারকে বিদায় দিতে আমাদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষের আস্থা রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনাই গণঅধিকার পরিষদের লক্ষ্য।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসানসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ