হোম > রাজনীতি

আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআইয়ের প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: হেফাজত

নিজস্ব প্রতিবেদক

শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। এ স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ফের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করিম এ প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করবো। এই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বাবুনগরী বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এরপরও নতুন করে আমিসহ আরও বারোজনকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ মামলা ডাহা মিথ্যে। এর কোন বাস্তবতা নেই। চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আসগর আলী হাসপাতালের ডেথ সার্টিফিকেটেও প্রমাণিত হয়েছে শফীর মৃত্যু স্বাভাবিক ছিলও। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাধিকবার তাকে হাসপাতালেও নেওয়া হয়।

বাবুনগরী বলেন, আহমদ শফীর মৃত্যুর পর তাঁর বড় ছেলে মাওলানা ইউসুফ বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তিও দিয়েছিলেন।

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ