হোম > রাজনীতি

দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার রাতে মগবাজারে চৌরাস্তায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে তা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়।’

গতকাল রোববার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই সরকারে যাঁরা আছেন, আমরা সবাই মিলে তাঁদের বসিয়েছি। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার। তাঁরা যেন জনগণের ওপর সম্মান রেখে সব ন্যায্য দাবি পূরণ করেন। ন্যায়বিচার করতে হবে। এ দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলব না, ফাঁসির কাষ্ঠে ঝোলাব। কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ঠ আছে, তাকে ঝোলাতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের একটা দাবি, আজকে আল্লাহ তায়ালা আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশা আল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।’

জুলাইকে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকেও শহীদ পরিবারের বর্ধিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে, সরকারের কোনো সাহায্য চাই না। আমরা ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।’

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা