রংপুর জিলা স্কুল মাঠে আজ (বুধবার) দুপুরে মহাসমাবেশে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে নীলফামারীর রেলওয়ে শহর সৈয়দপুর থেকে প্রায় ১০ হাজার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী যোগ দিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ওই সব নেতা-কর্মী দেড় শতাধিক বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা হয় তাঁর সঙ্গে। মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মিনি ও বড় বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস রয়েছে দেড় শতাধিক। এ ছাড়া মোটরসাইকেলযোগে হাজারো নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন। সকাল ৮টা থেকে শহীদ স্মৃতি পার্কে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই দুপুরের খাবার সঙ্গে নিয়ে এসেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। মহাসমাবেশ ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।