সারা দেশের ৮৩টি সাংগঠনিক জেলা ও মহানগরে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এসব কর্মসূচি পালিত হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।
১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা ও মহানগর এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে এ-ই কর্মসূচি পালিত হবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ১০ দফা দাবি আদায় ও গ্রেপ্তার, মিথ্যা মামলা, গায়েবি মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।