ঢাকা: টানা প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন।
এর আগে খালেদা জিয়ার হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সন্ধ্যার পরই খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।
রাত সোয়া ৮টার দিকে খালেদা জিয়াকে নিয়ে একটি গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান–২–এ তাঁর বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয়।
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ২৭ এপ্রিল তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ছয় দিনের মাথায় শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়। এক মাস পর ৩ জুন তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়। মাঝে তাঁর জ্বর হয়।
সিসিইউতে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এ বিষয়ে অনুমোদনের জন্য সরকারের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু আইনি জটিলতায় সে আবেদন নাকচ হয়।
করোনামুক্ত হওয়ার পরে খালেদা জিয়ার কোভিড পরবর্তী কিছু জটিলতা দেখা দেয়। একই সঙ্গে বার্ধক্যজনিত কিছু সমস্যাও কাবু করে ফেলে তাঁকে। পরে তাঁকে বিশেষ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়।