হোম > রাজনীতি

তারুণ্যের সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা গত ২ জুন ভোটের অধিকার অর্জন, বাক্‌স্বাধীনতা সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলাম। ১১ জুন চট্টগ্রামে, ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেটে এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। আমরা আরও ঘোষণা দিয়েছিলাম, আমাদের সমাবেশগুলো হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক। এ দেশের তরুণ সমাজ আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমরা সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সমাবেশ ঘিরে সারা দেশে একটি গণজাগরণের সৃষ্টি হয়েছে। কিন্তু ৪ জুন যুবলীগের একটি পাল্টা কর্মসূচি আমাদেরকে হতবাক করেছে। আমাদের কর্মসূচি ঘোষণার ২ দিন পরে একই তারিখে একই স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগের এই কর্মসূচিকে আমরা উসকানিমূলক ও বিশৃঙ্খলা সৃষ্টির একটি অপপ্রয়াস বলে মনে করি। 

সালাউদ্দিন টুকু বলেন, আমরা অনেক দিন থেকে বলে আসছি আওয়ামী অঙ্গ সংগঠন যুবলীগ ও অন্যান্যরা জন্মলগ্ন থেকেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বিরোধী মতের কণ্ঠরোধ করতে গুম, খুন, চাঁদাবাজি, হামলা মামলা তাদের জন্মগত অভ্যাস তারই ধারাবাহিকতা এখনো বিদ্যমান।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা