হোম > রাজনীতি

কারাবন্দী নেতার আসন ফাঁকা রেখে রংপুরে জামায়াতের সম্ভাব্য ৫ প্রার্থী

রংপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

গতকাল শুক্রবার রাতে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর আমির এ টি এম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা আমির গোলাম রব্বানী ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।

তবে ধারণা করা হচ্ছে, কারাবন্দী জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জন্য ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে। দলের শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। বিভিন্ন সভা সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাঁকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর-২ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।  

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান