নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দিতে শনিবার পরীক্ষার জন্য নমুনা দিলে ফল পজিটিভ এসেছে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনায় আক্রান্ত হলেও শরীরে বিশেষ কোনো উপসর্গ নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি এম কাদের ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তাঁর মনোবলও অটুট আছে।
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।