হোম > রাজনীতি

বিএনপি থেকে আজীবন বহিষ্কার বগুড়ার ১২ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বগুড়ার তালোড়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল খন্দকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, ৯ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মো. সৈয়দ রাজা, সহসভাপতি মো. আব্দুল মান্নান, তালোড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী মুকুল।

এ ছাড়া তালোড়া পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, তালোড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জলিল প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল ইসলাম, সহস্বেচ্ছাসেবক সম্পাদক মো. হাসেম আলী প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির সদস্য মো. মারুফ হাসান এবং তালোড়া পৌর বিএনপির মহিলাবিষয়ক সহসম্পাদক সোনিয়া রাজভর।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠেয় বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৯ জুন তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। তাঁরা কেউই চিঠির জবাব দেননি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম