হোম > রাজনীতি

বিএনপি থেকে আজীবন বহিষ্কার বগুড়ার ১২ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বগুড়ার তালোড়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল খন্দকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুল, ৯ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মো. সৈয়দ রাজা, সহসভাপতি মো. আব্দুল মান্নান, তালোড়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী মুকুল।

এ ছাড়া তালোড়া পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, তালোড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল জলিল প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল ইসলাম, সহস্বেচ্ছাসেবক সম্পাদক মো. হাসেম আলী প্রামাণিক, তালোড়া পৌর বিএনপির সদস্য মো. মারুফ হাসান এবং তালোড়া পৌর বিএনপির মহিলাবিষয়ক সহসম্পাদক সোনিয়া রাজভর।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠেয় বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৯ জুন তাঁদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। তাঁরা কেউই চিঠির জবাব দেননি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা