আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। বিশ্বের কাছে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং দেশে-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।’
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শাজাহান খান এমপি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগের শিকর প্রোথিত রয়েছে বাংলার মানুষের হৃদয়ে। যা কখনই কোনো শক্তি উপড়ে ফেলতে পারবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অব:) জাকারিয়া খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয় খান বিপ্লব।