হোম > রাজনীতি

শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলা–আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমণ্ডির ৩/এ সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হামলা করে আন্দোলনকারীরা। আজ বেলা আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না। তবে কার্যালয়ের তিনজন কর্মচারী উপস্থিত ছিলেন। তারা ঘটনা ঘটার কয়েক মিনিট আগে বের হয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ আজকের পত্রিকাকে বলেন, বেলা আড়াইটার পরে কিছু মানুষ এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলা করে। তারা দুটো ভবনেই আগুন দেয়। সেখানে আমাদের তিনজন স্টাফ ছিল। তারা বের হয়ে যায়। 

আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ধানমণ্ডিতে গিয়ে কয়েকজন পুলিশ ও আওয়ামী লীগ কার্যালয়ের তিনজন কর্মচারীকে দেখা যায়। এক কর্মচারী আজকের পত্রিকাকে বলেন, কারফিউ থাকায় নেতারা আসবেন না বলে আমাদের জানিয়েছেন।

এদিকে আন্দোলনকারী দুপুর তিনটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও হামলা করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, বেলা আড়াইটার দিকে পাশের একটি সড়কে আটকা পড়েছিলাম। এ সময় আন্দোলনকারীরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে। তারা নিচতলা থেকে সাততলা পর্যন্ত উঠে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

১৯ বছর পর বাবার সমাধিস্থলে যাচ্ছেন তারেক রহমান

খবর সত্য হলে এনসিপির জোটে থাকবে না রাষ্ট্র সংস্কার আন্দোলন

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান: দর্শনার্থী প্রবেশ বন্ধ, বাইরে নেতা-কর্মীদের ভিড়

জিয়াউর রহমানের সমাধিস্থলের পথে তারেক রহমান

জিয়াউর রহমানের সমাধিস্থলে কঠোর নিরাপত্তা, পৌঁছে গেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান