হোম > রাজনীতি

থানচিতে ৬ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় নামলেন জাপার শহিদুল

থানচি (বান্দরবান) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় নামলেন বান্দরবানে থানচি উপজেলায় জাতীয় পার্টির মনোনীত এটিএম শহিদুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় তিনি লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। 

আজ রোববার বিকেল ৫টায় থানচি বাজার ও বাজারঘেষা বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ স্থানে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও জনসংযোগ শেষে থানচি বাজার প্রাঙ্গণের এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবিদ এটিএম শহিদুল ইসলাম।

পথসভায় এটিএম শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ও ১৮ সালের মতো এবার নিশি রাতে ভোট হবে না। আমরা নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এবারে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট দিবেন। যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।’ 

তিনি আরও বলেন, ‘যদি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বা লাঙ্গল মার্কায় ভোট দেন, তাহলে বান্দরবানে কোনো বেকার যুবক থাকবে না। তাদের খুঁজে ঘরে ঘরে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের জন্য অক্লান্ত শ্রম দিয়ে গেছেন। ব্যাপক উন্নয়ন ও দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিয়েছিলেন। আমি যদি নির্বাচিত হই, তাহলে শান্তি, সমৃদ্ধি, উন্নয়নসহ ব্যাপকভাবে কাজ করে যাব।’ 

পথসভায় উপস্থিত ছিলেন—বান্দরবান পার্বত্য জেলার জাতীয় পার্টির মুখপাত্র মিজানুর রহমান আকন্দ, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সাংগঠনিক এলাকার সভাপতি এম এ সামাদ, বান্দরবান পার্বত্য জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, জাতীয় পার্টির লামা উপজেলা সভাপতি আবু হানিফ, আলীকদম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জোসেন ত্রিপুরা, বান্দরবান জাতীয় পার্টি যুব সংহতি আহ্বায়ক মোহাম্মদ ইউসূফ ও নির্বাচনী এজেন্ট ও মোহাম্মদ মিজানুর রহমান, মিন্টুসহ নেতা-কর্মীর। 

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এ বারে এই আসন থেকে ইতিপূর্বে নৌকা প্রতীকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংয়ের প্রতিদ্বন্দ্বী এটিএম শহিদুল ইসলাম।

আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর বাহাদুর উশৈসিংয়ের পক্ষে গত ১৮ ডিসেম্বর থেকে দুর্গম এলাকার আনাচে-কানাচে, পাড়া-মহল্লায় নৌকার প্রচার-প্রচারণায় ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু