হোম > রাজনীতি

বিশ্বে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাচ্ছে না বাংলাদেশ: জি এম কাদের  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে। 

জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’

শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। 

দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।

প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান