বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় নৈশভোজ করলেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আমন্ত্রণে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় যান তাঁরা। এ সময় চীনের উপ–রাষ্ট্রদূত ইয়ান হুয়ালং ও দ্বিতীয় সচিব গু ঝিকিনও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে গত শনিবার যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক আবদুল মঈন খানের বাসায় যান। নৈশভোজের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন বলে জানা যায়।