হোম > রাজনীতি

১২ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর দেশের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউপিতে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়াতে সুবল চন্দ্র সরকারকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউপিতে নুরে আলম, ওমরপুরে রিয়াজুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউপিতে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিমে হাসমত উল্লাহ, বারপাড়াতে সেলিম আহাম্মদ, চৌয়ারাতে আবুল কালাম আজাদ, বিজয়পুরে তানভীর হোসেন নৌকা প্রতীক দেওয়া হয়েছে। 

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবীতে ইউসুফ যুবাইর এবং ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউপিতে মোহাম্মদ হোসেন মিন্টুকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ।

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী