হোম > রাজনীতি

জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে বিরোধী শত্রুরাই খুশি হবে: মোস্তফা জামাল

আজকের পত্রিকা ডেস্ক­

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১২ দলীয় জোট আয়োজিত দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের ছাত্রসমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে জুলাইয়ের চাইতেও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই। কিন্তু আপনারা যদি জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’

জোটের প্রধান আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান–পরবর্তী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে জাতীয় ঐক্যবিরোধী শত্রুরাই সবচেয়ে বেশি খুশি হবে। এ ছাড়া সীমান্ত এবং পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, গতকাল পরিকল্পিতভাবে দুর্নীতির নথি ধ্বংস করার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। রাজপথে নামতে বাধ্য করবে না। অতি শিগগিরই রোডম্যাপ দিন। সংস্কারের নাম করে নির্বাচনে বিলম্ব করা যাবে না।’

সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) ’২৫ সালের জুনের মধ্যে নির্বাচন দিন। আমরা আশা করব, নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।’

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার যে ব্যাখ্যা দিলেন নাহিদ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে তারেক রহমানের সই

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, মনোনয়নপত্র নিলেন ঢাকা-৮ আসনের

৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে জামায়াত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী