হোম > রাজনীতি

তারেক রহমানের বাড়ির দরজায় নোটিশ টানানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ঠিকানায় নতুন করে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বক্তব্য প্রচার বন্ধ করতে রিটে উল্লেখিত ঠিকানা সংশোধন করে আবেদন করার পর আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। 

এ ছাড়া আইন অনুযায়ী বিকল্প হিসেবে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে এবং ওই বাড়ির দরজায় নোটিশ টানাতে বলেছেন আদালত।

আদেশের বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘রিটে তারেক রহমানের যে ঠিকানা দেওয়া হয়েছিল তা ভুল ছিল। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করলে তা সংশোধন করে আবেদন করতে বলেছিলেন রিটকারীদের। সেই পরিপ্রেক্ষিতে আদালতে সংশোধিত ঠিকানা দিয়ে আবেদন করা হয়েছে। এখন প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন করে ওনাকে নোটিশ দেবেন।’ 

আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য–বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছিল। 

 ২০১৫ সালের ৭ জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে বিষয়টি আবারও আলোচনায় আসে। তাই ওই রুল শুনানি করতে আবেদন করেন রিটকারী আইনজীবী। 

তবে রিট আবেদনে ঠিকানা ভুল থাকায় তা সংশোধন করে আবেদন করতে বলেন হাইকোর্ট। সে অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করা হয়।

ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি: তারেক রহমান

বিমানবন্দর থেকে তিন ঘণ্টায় সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

তারেক রহমানকে স্বাগত জানাতে গুলশানের বাসভবনের সামনে বিএনপির নেতা-কর্মীরা

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

‘আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন’

এভারকেয়ারের সামনে অপেক্ষায় নেতা-কর্মীরা, ‘একনজর’ দেখতে চান তারেক রহমানকে

ফেসবুকের ফ্রেমে তারেক রহমানের দেশে ফেরা

জাইমা রহমানের সেলফিতে যে বই নিয়ে আলোচনায় মেতেছে নেটিজেনরা

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির