হোম > রাজনীতি

খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। 

দেশে গণতন্ত্র নেই বলেই ইউপি নির্বাচনগুলোতে সংঘাতের কারণে প্রায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ? কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। গতকালও (রোববার) তিনজন নিহত হয়েছে।’ 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া আওয়ামী লীগ নিজেরা নিজেরা খুনোখুনি করছে। সুতরাং বিদায়বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখাল, সেখানেও রক্ত এবং মানুষের লাশ। 

রিজভী বলেন, এ দেশের জনগণ আর তাকিয়ে দেখবে না, হাত গুটিয়ে বসে থাকবে না। এ দেশের নাগরিক সমাজ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, আজকে রুখে দাঁড়িয়েছে। তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়েছে। 

জাসাস নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের যিনি প্রতীক তাঁকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে তাতে কথা বলতে ও চলাচল করতে ভয় লাগে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, আনিসুর রহমান সানি, লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ। 

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান