জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বাঙালির মুক্তি ও এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের লালন করতে হবে। তিনি শিক্ষা দিয়েছেন সুশাসনের। আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করব। বাংলাদেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। দুর্নীতির মূলোৎপাটন করব। সম্পদের সুষম বণ্টন করব।’
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।
জেপির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান অস্ত্র রাইফেল কামান-বন্দুক এগুলো ছিল না, আমাদের প্রধান অস্ত্র ছিল ঐক্য। সুন্দরবন থেকে তামাবিল টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। অতএব আমাদের মনে রাখতে হবে এই ঐক্য বিনষ্ট যেন না হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, নাজমুন নাহার প্রমুখ।