হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে শাপলা চত্বরে সহিংসতা ও গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস ঘটনায় তিনি জড়িত। এসব নাশকতার ঘটনায় হওয়া একাধিক মামলার আসামি তিনি। ইউটিউবে ওয়াজে বেশ পরিচিত বক্তা এই রিজওয়ান রফিকী।