হোম > রাজনীতি

এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসিকে বলতে পারি: আসিফ

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে। এখন মানুষের সেবার দিকটা চিন্তা করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কথা বলতে পারি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন।

‘এ ছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এদিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল।’  

গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল