হোম > রাজনীতি

সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১৫ বছর ধরে এই সরকার গেড়ে বসেছে। সরাইলেও সরে না, ধাক্কা দিলেও নড়ে না। এই সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে গণমিছিলপূর্ব এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা আব্বাস বলেন, ‘এই মিছিলে সবাই আমাদের নেতা-কর্মী নয়। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে এই মিছিলে অংশগ্রহণ করতে এসেছে। ১৫ বছর ধরে আমরা যখন মানুষের অধিকারের কথা বলি আমাদের টিয়ারগ্যাস মারে, গুলি মারে। আমাদের ছেলেদের গ্রেপ্তার করছে। এখন মানুষ আর ভয় পায় না। সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই সরকারকে সরাইলেও সরে না, ধাক্কা দিলেও নড়ে না। এই সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশে আব্বাস বলেন, ‘আপনারা কিন্তু আওয়ামী লীগের কর্মচারী নন। আপনারা গণপ্রজাতন্ত্রীর কর্মকর্তা। আপনারা আওয়ামী লীগের জন্য কাজ করবেন না। আপনারা জনগণের জন্য কাজ করুন। আমাদের ওপর হামলা, মামলা আর গ্রেপ্তার বন্ধ করুন।’ 

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো আপস করা হবে না উল্লেখ করে আব্বাস বলেন, ‘এই সরকার বলে খালেদা জিয়া মুক্ত। আমরা যখন বলি তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারব কি না, তখন তাঁদের পক্ষ থেকে বলা হয়, এই ব্যাপারে কিছু জানি না। তবে তিনি (খালেদা জিয়া) মুক্ত। আমরা বলি, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার সুযোগ না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই ক্ষেত্রে কোনো আপস হবে না।’ 

সরকারকে লাল পতাকা দেখানোর জন্য রাজপথে গণমিছিল করছি মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘আমরা গুলশান-১ নম্বরে সরকারকে লাল পতাকা দেখানোর জন্য সমবেত হয়েছি। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়। আজকের সরকার একটি ভুয়া সংসদ তৈরি করেছে দিনের ভোট রাতে করার মাধ্যমে। সেই সংসদে ভুয়া সংসদ সদস্যরা বক্তৃতা দেয়। আমরা এ সরকারকে বলতে চাই জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।’ 

গণমিছিলপূর্ব সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান প্রমুখ। 

সমাবেশ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে গণমিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী গণমিছিলে অংশ নেন। নেতা-কর্মীরা সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান