হোম > রাজনীতি

জামায়াতের বিচারে শিগগিরই আইন পাস: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে গতকাল বুধবার। দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন। 

অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে আজ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।’ 

আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে শুনানির উদ্যোগ নেব। যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার এই বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে।’ 

আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ