হোম > রাজনীতি

অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

আজকের পত্রিকা ডেস্ক­

তারেক রহমান। ফাইল ছবি

সরকারকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়।’

আজ শুক্রবার বিকেলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল পৌনে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

তারেক রহমান বলেন, এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে—এটাই আজ জনগণের চাওয়া।

তিনি বলেন, বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ, স্বৈরাচার ফিরে আসতে না পারে, এ জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন করা জরুরি।

রাজধানীর রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল একটি বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মিছিল। বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি আজ জেনে রাখুক রাজধানীর রাজপথের আজকের এই সমাবেশ কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়। এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, নিজের অধিকার রক্ষার মিছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠার মিছিল।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান