হোম > রাজনীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ: দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ