বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা বিদেশি ঋণ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, বিদেশি ঋণ গিলে খাবে। নির্বাচন, গণতন্ত্র গিলে খাবে। সুযোগ পেলে বাংলাদেশ পর্যন্ত গিলে খাবে।’
আইএমএফ থেকে বাংলাদেশের ঋণ নেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল বলেন, আমরা ঋণ নিয়েছি ঘি খেতে। আইএমএফ জানে, শেখ হাসিনা সময়মতো ঋণ পরিশোধ করে। সে কারণে তারা ঋণ দিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। খেলা হবে। হবে খেলা। দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তৈরির বিরুদ্ধে খেলা হবে। তৈরি হয়ে যান। প্রস্তুত হয়ে যান। জবাব দেব।’
যুবলীগের সুবর্ণজয়ন্তীর আয়োজন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগ কথা দিয়ে কথা রাখে। তার প্রমাণ, এটা যুব মহাসমাবেশ নয়, মহাসমুদ্র। এদিকে-ওদিকে যুবসমাজের ঢল নেমেছে। নেত্রী অনেক দিন পর এমন সমাবেশে এসেছেন।’
এ সময় তিনি যুবলীগকে শুভেচ্ছা জানান। তিনি সংগঠনের ৫০ বছর পূর্তিতে ৫০ বার শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে তিনি স্লোগান দেন, ‘আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার’, ‘নৌকা’, ‘শেখ হাসিনা’।