হোম > রাজনীতি

জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

চুন্নু বলেন, ‘আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেখানে অন্য কোনো দলের প্রার্থী আছে নাকি স্বতন্ত্র প্রার্থী আছে, না বিদ্রোহী প্রার্থী আছে—সে নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যুদ্ধ করে যাব।’

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন ও সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। আমাদের আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করবে। সে লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচন হওয়ার আগপর্যন্ত ভালো নির্বাচনের জন্য যা যা সহযোগিতা করার তা করবে। আমি জাপা চেয়ারম্যানের পক্ষ থেকে সব প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করব। নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা আশাবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।’ 

জাতীয় পার্টির ওপর কোনো চাপ নেই জানিয়ে চুন্নু বলেন, দেশের জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জি এম কাদের পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। গত ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনে বিজয়ী হন তিনি।

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস