হোম > রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে দেশের ১২ জেলায় সমাবেশ করেছে দলটি। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার চাঁদপুর, নরসিংদী, লালমনিরহাট, ঝিনাইদহ, পাবনা ও মুন্সিগঞ্জে সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া। মাঝে মাঝেই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের কারণে তাঁর হিমোগ্লোবিন এবং ওজন কমছে। আজ শনিবারও এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।’ 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে বিনা চিকিৎসায় ধুঁকছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘খালেদা জিয়া এমন একজন নেত্রী, যিনি জীবনে কখনো হারেননি। গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে তিনি লড়াই করেছেন। আজ সেই নেত্রীকে বিনা চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে ধুঁকতে হচ্ছে।’ 

সরকার মাস্টারপ্ল্যান করে খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে দাবি করে রিজভী আরও বলেন, ‘এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে খালেদা জিয়া যেন পৃথিবী ছেড়ে চলে যান। ষড়যন্ত্র করে দেশনেত্রীকে শেখ হাসিনা বন্দী করে রেখেছে। তাঁর মতো নির্দয় শাসক বাংলাদেশের ইতিহাসে এসেছিল কি না, আমাদের জানা নেই।’ 

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একই সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’ 

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ