হোম > রাজনীতি

জনসভায় কতলের পক্ষে যুক্তি: দুঃখপ্রকাশ করলেন মোসাদ্দেক বিল্লাহ মাদানী

আজকের পত্রিকা ডেস্ক­

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ফাইল ছবি

প্রকাশ্য জনসভায় ‘মারধর ও কতলের পক্ষে যুক্তি’র ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পর্ণ কোরআন-হাদিসবিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।’

মাদানী আরও বলেন, ‘দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে...তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন-আল্লাহ কেন এই আয়াত নাজিল করল। আল্লাহ জানেন, তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এমন বক্তব্যের তীব্র সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই নেতা।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার সেদিনের বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে জনগণের মাঝে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে। আমি সম্পূর্ণরূপে কুরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করেছি। তদুপরি, আমার এরূপ বক্তব্য কোনো বিশেষ ব্যক্তি বা মহলের মনঃকষ্টের কারণ হয়ে থাকলে আমি সে জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে তাদের এ ভূমিকা অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি