হোম > রাজনীতি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান । 

মির্জা ফখরুল বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাকে কী করে আরও গভীর ও দৃঢ় করা যায়, সে বিষয়ে আলাপ হয়েছে। তাদের (ভারত) মূল বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’ 

এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন। 

সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এ ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা সম্পর্ক দৃঢ় করতে চায়।’ 

পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি। 

তাঁরা বলেছেন, ‘এই বিষয়গুলোতে তাঁরা সজাগ এবং চেষ্টা করছেন কীভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।’

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল