হোম > রাজনীতি

বেনজীর যা ঘটিয়েছেন, তাঁর মতো বাজেটও বেনজির : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে এবার ‘বেনজির’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেনজির তো সবদিক দিয়েই। বেনজীর (বেনজীর আহমেদ) আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি র‍্যাবের সাবেক ডিজি ছিলেন। তিনি যা ঘটিয়েছেন, তা-ও বেনজির। এখন বাজেট হচ্ছে, তা-ও বেনজির। সাবেক সেনাপ্রধান (আজিজ আহমেদ) যা ঘটিয়েছেন, সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির।’

আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালি দল ‘শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি: বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লি উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনায় বিএনপির মহাসচিব বলেন, ‘এই বাজেট তো কালোটাকা কী করে সাদা করা যাবে, তার বাজেট। কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে, তার বাজেট।’ ফখরুল বলেন, ‘একটা জিনিস আমাদের মনে রাখতে হবে—এই সরকার মিথ্যার ওপর টিকে আছে। সব পরিসংখ্যান তৈরি করা, বানানো।’

দেশ রক্ষায় সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে জেগে উঠতে হবে। তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। মানুষকে জাগিয়ে তোলার জন্য যা করা দরকার, তাই আমাদের করতে হবে। যদি দেশকে রক্ষা করতে হয়।’

সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টুসহ অনেকে বক্তব্য দেন।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, ‘কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ অসততাকে উৎসাহিত করা। এই যে লুটপাটের কালোটাকা, যদি ১৫ শতাংশ (কর) দিয়ে সাদা করা যায়, তাহলে তো যারা আমরা খেটে খাওয়া লোক আছি, তাদের সঙ্গে ওদের (কালোটাকার মালিক) তো পার্থক্য থাকছে না। যে দুর্নীতি করে টাকা রাখবে, এই টাকা বাজেয়াপ্ত হবে না। ট্যাক্স দিয়ে যদি হোয়াইট করা যায়, তাহলে তো ইউ উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

এদিন এক বিবৃতিতে দেশের বাইরে থাকা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বাজেট তো বাংলাদেশের গুটিকয়েক অলিগার্কির জন্য। এদের ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নাই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্কিরা চুরি করবে। এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে।’

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান